যে সময় চারপাশের তরুণদের গ্রাস করছে মাদক, যে সময় রাজনীতির দাবানলে পুড়ছে একটা তরুণ সমাজ, সে সময় একজন তরুণ স্বপ্ন দেখছে বডি বিল্ডিংএ বাংলাদেশকে সারাবিশ্বের কাছে তুলে ধরতে, আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে নিজেকে উপস্থাপন করতে, বডি বিল্ডিংএ বাংলাদেশের নাম অন্য অবস্থানে নিতে চান সেই তরুণ বডিবিল্ডার শফিকুল ইসলাম সজীব।

রাজধানীর কাফরুলের বাসিন্দা এবং গুলশানের এলিভেট জীমের ট্রেইনার, তরুণ বডিবিল্ডার সজীব এর স্বপ্ন নিয়ে একান্তে কথা হয় ইনিউজ আপ এর প্রতিবেদকের সাথে-

প্রতিযোগীতায় শফিকুল ইসলাম সজীব।বডি বিল্ডিংয়ে কেন?

আসলে বলিউড নায়ক সালমান খানকে দেখে অনুপ্রাণিত হওয়া । নিজের পরিবার ও আশে পাশে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে মানুষ ভুগছে সে সময় সুস্থ ভাবে বাঁচতে জীম করা। অনেক তরুণ রাজনীতিতে তার সর্বোচ্চ সময় দিচ্ছে আবার কেউবা ডুবে আশে নেশায়।  আসলে বডিবিল্ডিং করলে বাজে আড্ডা থেকে দূরে থাকা যায় এবং বাজে নেশা থেকেও দূরে থাকা যায়।

শুরুটা…

কাফরুলের ছোট্ট একটি জীমন্যাসিয়াম ছিলো, সেই মুকুল ভাইয়ের জীম থেকে আমার শুরু। ৬মাস পর মিরপুরে সিলভার জীমে ভর্তি হওয়া। তার মাস খানেক পর সেই জীমের মালিক রিপন মিল্কী মিস্টার বাংলাদেশ প্রতিযোগীতার  জন্য তৈরী হতে বললেন। আমি অবাক কিভাবে কি করবো?

তখন তিনিই সব দায়িত্ব নেন ও গাইডলাইন দেন। তার গাইডলাইনেই মিস্টার বাংলাদেশ, বাংলাদেশ গেমস এ অংশগ্রহণ করা।

১০ই মার্চ মিস্টার ঢাকা প্রতিযোগীতায় সিলভার জীম থেকে আমি একা অংশগ্রহণ করি এবং ৫ম স্থান অর্জন করি। তারপর আর  পেছন ফিরে তাকাতে হয়নি, ২০১১ পর্যন্ত বেশ কয়েকটি প্রতিযোগীতায় অংশগ্রহণ করা,  মিস্টার মিরপুর এ ৩য়, মিস্টার বাংলাদেশ-৬ষ্ঠ স্থান অর্জন করা।

তারপর সরকারী ভাবে দুবাই চলে যাই, সেখানে ৩বছর ছিলাম, বডিবিল্ডিং সেখানেও চলেছে।

 

সজীবের অর্জন….

খুব অল্প সময়ে অনেক কষ্ট ও পরিশ্রমের কারণে আজ তার ঘরে অনেক পুরস্কার। ২০২০ এ মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় ৫ম, ২০২১ এ মিস্টার ঢাকাতে ৪র্থ স্থান, বাংলাদেশ গেমস এ ৪র্থ, ২০০৯ এ মিস্টার ঢাকায়-৫ম স্থান, ২০১০ এ মিস্টার ঢাকা-৩য় স্থান অর্জন এতো অল্প সময়ে অর্জন করা সত্যি অনেক আনন্দের।

প্রতিবন্ধকতা ও পরিবেশ..

প্রতিটি ক্ষেত্রেই প্রতিবন্ধকতা আছে, কারণ আমাদের দেশের সংস্কৃতিতে বডিবিল্ডিংকে একটু অন্য চোখে দেখে এটা প্রথম প্রতিবন্ধকতা যেটার মুখোমুখি হতে হয়েছে বা এখনও হচ্ছি। আর আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবার থেকেও একটা চাপ থাকে বডিবিল্ডিং করে কি করবা? কি হবে করে ইত্যাদী।

দুবাই থেকে আসার পর দেখলাম আমাদের দেশে জীমনেসিয়ামের অনেক আধুনিকায়ন হয়েছে।

আবারো কয়েক জায়গায় খোজঁ নেয়া, দেখলাম প্রস্তুতি সহ বাজেট পড়ে যায় দুই থেকে আড়াই লাখ টাকা। এরই মধ্যে বিয়ে করা, সবমিলিয়ে একটা সমস্যাতেই ছিলাম।

আর সমাজের নানা মানুষ নানা ধরনের বাজে মন্তব্য করে। যেমন প্রতিযোগীতার যে ড্রেস তা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এবং নিয়ম, সেটাই পড়তে হবে। তো সেসব নিয়ে ফেসবুক সহ নানা ভাবে কটূক্তি এখনো শুনতে হয়।

আবার ঘুরে তাকানো-

আশা ছাড়িনি, ২০১৯ এ চট্টগ্রামের মানষদার সাথে পরিচয় ও কথা বলা। বললাম বয়স তো ৩০ আবার লম্বা গ্যাপ দাদা, তিনি বললেন সমস্যা নাই পারবা, মনের জোর থাকলে পারবা। উনার সাপোর্টে আবারো শুরু করার শক্তি পেলাম।

পরবর্তীতে কাজীপাড়ার প্রখ্যাত আলম ভাই এর ছেলে সাকিব আলম জীম ভাইয়ের সাথে পরামর্শ করা। উনার মাধ্যমে কোচ (সিলেট) আব্দুল্লাহ আল খালেদ ভাইয়ের সাথে পরিচয়। ছবি পাঠাতে বললেন- পাঠালাম, উনি ঢাকা আসলেন কথা হলো এবং ২০১৯ এর অক্টোবরে তার গাইডলাইন অনুযায়ী আবার বডিবিল্ডিং শুরু করলাম এবং ডিসেম্বরে মিস্টার বাংলাদেশ প্রতিযোগীতায় ৫ম স্থান জয় করলাম।

এ বছরই মার্চ এবং এপ্রিল এ মিস্টার বাংলাদেশ ও বাংলাদেশ গেমসে ৪র্থ ও পঞ্চম স্থান অর্জন করি।

বর্তমান সময়-

বর্তমানে নেশা এবং পেশার সংমিশ্রণ হিসেবে গুলশানে ইউনাইটেড গ্রুপের এলিভেট জীমনেসিয়ামের প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি।

ভবিষ্যত পরিকল্পনা-

আরেকবার মিস্টার বাংলাদেশ এবং বডিবিল্ডিং এর আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশ নিতে চাই। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্মান নিয়ে আনতে চাই। এটাই আমার ভবিষ্যত আশা। এ জন্য সবার দোয়া একান্ত কাম্য।

তরুণদের জন্য সজীবের কিছু কথা….

বডিবিল্ডিং এ তরুণ ও নতুনদের আহবান জানিয়ে সজীব বলেন সুস্থতা সকল সুখের মূল। আর সেই সুস্থতার চাবি কাঠি বডিবিল্ডিং।

বর্তমান তরুণরা ক্রমশ মাদকের গ্রাসে নিজেকে হারিয়ে ফেলছে। বডিবিল্ডিং করলে তরুণরা সেই পথে ধাবিত হবে না। জীম করলে খাওয়া দাওয়া সহ সব কিছুই একটা নিয়মের মধ্যে চলে আসে। জীম করলে মন ভালো থাকে, রোগ থেকে দূরে থাকা যায় বিশেষ করে ডায়াবেটিস। বর্তমানে খেলার মাঠের অভাব, শরীরচর্চার জন্য একমাত্র জীমনেসিয়ামই বিশেষ অবদান রাখবে।বডিবিল্ডিং এর মাধ্যমে যদি আমরা একটা সুস্থ জাতি দিতে পারি তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।

 

নিজস্ব প্রতিবেদক