কেউ কি খুঁজে পারবে দিতে হারিয়ে যাওয়া মাকে?
বলতে পারো দূর আকাশের কোনখানে সে থাকে?মা কি আমার ঠিক এখনো ছোট্টবেলার মতো
ঘুমপাড়ানি গানের সুরে গল্প বলে কত?ফুটলে আলো গাল টিপে কয়, খোকন সোনা জাগো…
তোমার গলা শুনলে কি আর ঘুম কাটে না মাগো?বিকেল শেষে খেলার মাঠে হাঁটুর ওপর ধুলো,
ঢুকতে ঘরে চেঁচিয়ে ওঠে দিদির কুকুর ভুলো,মা ডেকে কয়, লক্ষীছাড়া মুখ ধো তাড়াতাড়ি!
পড়ার টেবিল যা এখুনি, নইলে লাঠির বাড়ি!মিথ্যে কথা! মা কখনো মারতে কি আর পারে?
একটু কেটেছড়ে গেলেই কাঁদত বারে বারে!দুধ মাখা ভাত খাইয়ে দিত জড়িয়ে ধরে কোলে,
শান্তি ভরে ঘুমের ঘোরে যেতাম পড়ে ঢলে।বাড়ছে বয়স, ঘিরছে অসুখ, পড়ছে বলিরেখা,
হাত বোলালেই সারত মাগো, পাই না তোমার দেখা!
দূর আকাশের গহীন কোনে আবার দেখা হবে?
জড়িয়ে তোমায় তৃপ্ত সেদিন ঘুমিয়ে যাব তবে!