Home গণমাধ্যম ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুসতাক কারাগারেই মারা গেলেন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুসতাক কারাগারেই মারা গেলেন

151
0

র‌্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুসতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

মুসতাক আহমেদ গত বছরের মে মাস থেকে কারাবন্দী ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুসতাক কারাগারে মাথা ঘুরে পড়ে যান। এসময় দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতাল সূত্র জানায়, কারাগার থেকে ওই বন্দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

বিস্তারিত আসছে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here