গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পে ক্রেন উল্টে দোকানপাট ও বস্তির ওপর পড়েছে। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে টঙ্গী স্টেশন রোড এলাকায় কামারপাড়া রোডে এ দুর্ঘটনা ঘটে।
মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজ করছিল বিআরটি প্রকল্পের একটি ক্রেন। ক্রেনটি দিয়ে সেতুতে গার্ডার ওঠানো, বড় বড় লোহার বস্তু উঁচুতে ওঠানোসহ ভারী কাজে ব্যবহার করা হচ্ছিল।
হঠাৎ ক্রেনটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের দোকানপাট ও বস্তির ওপর গিয়ে পড়লে একই পরিবারের ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ। দুইটি উদ্ধারকারী ক্রেন আনা হয়েছে। উদ্ধার কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই বিকট শব্দে বিআরটি প্রকল্পে কর্মরত একটি ক্রেন মহাসড়কের পূর্ব পাশে পড়ে যায়। এতে অন্তত ১০ জন পথচারী আহত হয়। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর মহাসড়কের দীর্ঘ যানজট লেগে গেছে ও ঘটনাস্থল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম জানান, আমি দূরে আছি। তবে পুলিশের কাছ থেকে যতটুকু শুনেছি ক্রেনটি আড়াআড়িভাবে উল্টে গিয়েছে এবং তিন/চার জন আহত হয়েছে। আরেকটি বিষয়- আজ ক্রেনটির ওখানে কোন কাজ ছিল না।
তবে কেন ক্রেনটি উল্টে গেল তা পরে বলতে পারবো। আমরা আপাতত আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। এছাড়াও মহাসড়ক থেকে উল্টে যাওয়া ক্রেনটি সরিয়ে নেয়ার ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। এবিষয়ে পরে বিস্তারিত জেনে জানাবেন বলে প্রকল্প পরিচালক জানান।
Aninda, Sub-Editor