ঢাকা মহানগর উত্তর, কাফরুল দক্ষিন থানা ১৬নং ওয়ার্ড এর আয়োজনে জামায়াতে ইসলামী বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৪ মার্চ রাজধানীর পূর্ব কাফরুল বিজয় স্কুল প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন- ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক মুজিবর রহমান, প্রাক্তন এম.পি।

জামায়াতে ইসলামীর সুধিদের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক মু. আনোয়ারুল করিম, মহানগর কর্মপরিষদ সদস্য ও আমির, কাফরুল দক্ষিণ থানা।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন – মোঃ আইয়্যুব আলী খান, সভাপতি ১৬ দক্ষিণ ওয়ার্ড ঢাকা। পরিচালনায় ছিলেন- মোঃ মাহবুবুর রহমান, সেক্রেটারী, ১৬ দক্ষিণ ওয়ার্ড।

ইফতার মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়।

জামায়াতে ইসলামীর সুধিদের

সভাপতি বলেন- “আজকে যদি ত্বাকওয়া অর্জন হতো তাহলে নামাজ পড়ার পাশাপাশি ঝগড়া-বিবেদ, ঘুষ, মিথ্যা বলা এসব হতো না। আজ জামায়াতে ইসলামী  আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আদর্শকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন।”

উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক মুজিবর রহমান বলেন- “পবিত্র রমজানে আমাদের প্রতিদিন কোরআন পড়া উচিত, এবং শুধু পড়লে হবে না, বুঝে পড়তে হবে। কোরআন এর আলো সম্পর্কে জানতে হবে। আমাদের ও জাতির দূর্ভাগ্য যে কোরআন পড়ে কিন্তু বুঝে না। কোরআন যদি মানুষ বুঝতো বা বুঝে পড়তো তাহলে পৃথিবীর চেহারা এরকম হোতা না। কিন্তু অধিকাংশ মানুষ কোরআন পড়ে না, যেটুকু পড়ে সেটা আবার বুঝে না, আর যারা বুঝে তারা ভয়ের কারণে বাস্তবায়ন করতে আগায় না।”

জামায়াতে ইসলামীর সুধিদের

তিনি আরো বলেন- “রাসুল (সাঃ) এর জীবন ছিলো কোরআন দ্বারা পরিচালিত একটি জীবন। কোরআনের গুরুত্বের কারণেই রোজার গুরুত্ব এসেছে। যারা আল্লাহর কোরআন এর পক্ষে হবে তাদেরকে হিযবুল্লাহ (আল্লাহর দল) বলা হয়, আর যারা কোরআনের বিরুদ্ধে হবে তাদের হিজবুশ শয়তান (শয়তানের দল) বলা হয়। পবিত্র রমজানে রোজকে সফল করতে হলে কোরআন বুঝে বুঝে পড়তে হবে।”

জামায়াতে ইসলামীর সুধিদের

আলোচনা শেষে ইফতারির মাধ্যমে শেষ হয় সুধীদের নিয়ে ইফতার মাহফিল