‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে’-এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হলো জাতীয় বীমা দিবস।
জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ের সম্মুখে কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে স্থির র্যালির আয়োজন করা হয়।
এছাড়াও ১ মার্চ জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত ও সর্বসাধারণকে জাতীয় বীমা দিবস সম্পর্কে জানাতে এলইডি প্যানেল স্থাপনের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
স্থির র্যালির পাশাপাশি প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেক্স ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের অন্যান্য কর্মকর্তাগন।
Aninda, Sub-Editor