ছাত্র-জনতার গণ অভূথ্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর জনগণ পুরনো বা বিতর্কিত ও দূর্নীতীগ্রস্ত কোন দলকে চায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এসব কথা। এছাড়াও ইনিউজ আপ এর প্রতিবেদক কথা বলেছেন বিভিন্ন স্তরের মানুষের সাথে সেটি নিয়েই আজকের রিপোর্ট।

আওয়ামী সরকার পতনের পরপরই নড়ে চড়ে সরবে বিরোধী দল বিএনপি। খালেদা জিয়ার মুক্তি ঘোষণার পর এখন তারেক জিয়াও দেশে ফিরছেন বলে শোনা যাচ্ছে। লন্ডনে বসে ভিডিও বার্তাও পাঠাচ্ছেন। আওয়ামী সরকারের কাছে নিস্পেষিত হতে হতে জনগণ আর কোন দলের উপর আস্থা রাখতে পারছে না। তাই ফেসবুক থেকে চায়ের দোকানে সবারই মুখে এক কথা “নো আওয়ামীলীগ,নো বিএনপি,নো জামাত”।

তাহলে কেমন দলকে সরকারে দেখতে চায় মানুষ?

বাহাউদ্দিন নামক একজন চা বিক্রেতা বলেন- “ভোট হোক আর না হোক আর কোন চোরের দলকে চাই না। কি পাইছি আমরা? গত বিএনপির আমলে বিদ্যুত পাইনি, রাস্তাঘাঠ পাইনি। আর আওয়ামী সরকার এসব দিলেও অন্যদিক দিয়ে ঠিকই লুটপাট করেছে, জিনিসপত্রের দাম, কথায় কথায় পুলিশি হয়রানি, আর এইযে গত কয়েকদিনে কয়শ ছাত্র আর নিরীহ লোক মারলো তার জবাব কে দিবে। আওয়ামী সরকার এটা না করলেই পাত্র, মারলো কেন? বিএনপি আগের বার লুইট্টা নিসে, জিয়ারপুত সব ডুবাইছে , এহন আর এসব চোরের দলরে চাই না। জামাতরেও চাই না। ভালো মানুষ চাই যে আমাগোরে নিয়া ভাববো।”

জনগণ কোন পুরনো দলকে জনগণ কোন পুরনো দলকে জনগণ কোন পুরনো দলকে

একটি কোম্পানীর বিপণনন কর্মকর্তা হালিম সরকার জানান- “দেখেন আওয়ামী সরকারের আমলে মেট্রোরেল এর মতো চমৎকার যোগাযোগ ব্যাবস্থা পেয়েছি এটা কখনোই অস্বীকার করা যাবে না। তারপর ধরেনেএক্সপ্রেস হাইওয়ে, বিদ্যুত এগুলো ভালো কাজ করেছিলো। কিন্তু তাদের লোভ আর অহংকার তাদের ডোবালো। এখন দেশের কি অবস্থা হবে জানিনা। বিএনপি যদি আসে তাহলে আমাদের কপালে আরো দূর্ভোগ আছে। গতবার তারেক জিয়া চাদাঁবাজি করে দলরে ডুবিয়ে কোন কাজ না করে খেয়েছে, লন্ডনে বিলাস দিনযাপন করে, এতো বছর পর আবার ক্ষমতায় আসা মানে আবারো লুটপাট শুরু হবে। কোনভাবেই আর কোন লুটপাটের দল চাই না। জামায়াত ইসলামিক দল হোলেও তারা উগ্র, তারাও এই দেশটাকে আফগান বানায়া ফেলবে। আমরা স্বাধীন দেশে শান্তি চাই। নতুন নেতৃত্ব নিয়ে নতুন দল আসুক। ভালো মানুষদের নিয়ে এবং ছাত্রদের নিয়ে একটা সত দল চাই। আগের সব দলই তাদের পেট ভরাতে ক্ষমতায় আসতে চায়। এটাও হতে দেয়া যাবে না। ”

জনগণ কোন পুরনো দলকে জনগণ কোন পুরনো দলকে

আজ ৮ আগষ্ট নয়া পল্টনে সমাবেশ করে বিএনপি, এটা নিয়েও সমালোচনার মুখে বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিন্দা জানিয়ে বলেছেন- একদিকে ছেলে মেয়েরা ঘাম ঝড়িয়ে দেশ পরিষ্কার করছে আরেকদিকে বিএনপি সমাবেশ করছে। অনেকে বয়কট এরও ডাক দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট ও মন্তব্য করে অনেকেই বলেছেন পুরনো লুটপাট করা কোন দলকেই তারা চান না। নতুন নেতৃত্ব এবং তরুণ সমাজকে নিয়ে নতুন দল দেখতে চান।