ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের মহান স্বাধীনতায় গৌরবময় ভুমিকা পালনকারী শতবর্ষী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ‘ছাত্র জমিয়ত বাংলাদেশ’ এর সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শেষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়তের

বইটি সংকলন করেছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক সম্পাদিত বইটির প্রকাশক ছিলেন জমিয়তের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী।

মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন- জমিয়তের সহ সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান, সহ অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সেচ্ছাসেবা সম্পাদক আলহাজ্ব ইমরানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এখলাছুর রহমান, সহ সভাপতি মাইনুদ্দীন মানিক, আহমদুল হক উমামা, যুগ্ম সাধারণ সম্পাদক, শাব্বির আহমদ, সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, রিদওয়ান মাজহারী, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, দফতর সম্পাদক ইয়াকুব কামাল, ছাত্রনেতা রফিকুল ইসলাম, মারুফ বিল্লাহ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক