রাজধানীর প্রগতি সরণিতে রাইদা পরিবহনের চলন্ত বাস থেকে পড়ে ১০ বছর বয়সী শিশু মরিয়মের মৃত্যুর ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন জানান, ঘটনার দিন সকালে রাজধানীর প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশের রাস্তায় উত্তরাগামী রাইদা পরিবহনের বাস থেকে মরিয়মকে ফেলে দেওয়া হয়। পরে মরিয়মের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা রনি মিয়া অজ্ঞাত গাড়িচালককে আসামি করে ভাটারা থানায় মামলা করেন।
তিনি বলেন, মরিয়ম তার পরিবারের সঙ্গে খিলক্ষেতের কুড়াতলী এলাকায় বসবাস করত। তার বাবা রনি প্রাইভেটকার চালক। মরিয়ম ২০১৯ সালে স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হয়। তবে অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সে অর্থ সহায়তা পাওয়ার আশায় কুড়িল ও আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতো। ঘটনার দিন সকালে মরিয়ম বাসা থেকে বের হয়ে রাস্তায় পথচারী ও বাস যাত্রীদের কাছে ঘুরে ঘুরে সাহায্য চাইছিল।
সূত্রঃ ইত্তেফাক










