ইচ্ছে আমার সেই কবে থেকে–
পাখিদের পিঠে চাপব,
বার্ডস আই ভিউ দিয়ে সারাদিন
পৃথিবীর পথ মাপব!লাগবে না ভিসা, এরোপ্লেনের
টিকেটও হবে না কাটতে,
পাসপোর্ট নিতে দালালের পিছে
কখনো হবে না হাঁটতে!মালামাল আর হবে না গোছাতে,
বাইশ কেজি করে মাপটা,
কারো অনুরোধে ভরতে হবে না
আচার বা পাটিসাপটা!কাস্টমসের বোস্টমদের
গা জ্বালানো যত কোশ্চেন…
বাংলাদ্যাশে কি জন্মিচেন না
নতুন বেড়াতে আসচেন?প্লেনে পাইলট কানটা পচিয়ে
একগাদা কথা বলত…
হুদাই প্যাঁচাল না শোনালেও
প্লেন আগের মতোই চলত!ওপরে ঠাণ্ডা, ভয় নেই তাতে–
কারণ বঙ্গবাজারে,
তুন্দ্রার শীতও ঠেকাতে পারবে
এমন জ্যাকেট হাজারে…খিদে পেলে স্রেফ হাতে ছিঁড়ে নেব
মেঘের ক্যান্ডিফ্লসকে,
শুধু সাবধান, এ সময় যেন
না যায় দুহাত ফস্কে!কোনো কোনো দেশ অনুপ্রবেশে
হয়ত বা কথা তুলত,
তবে কি জানেন, পাখির ব্যাপারে
নাই সেরকম রুল তো!একটু আগেই শুধিয়েছিলেন,
ক্যামনে কাটাই দিন তা–
সারাদিন যায় এ প্ল্যানেরই পিছে
করে নানাবিধ চিন্তা!ঘটে নাই ভাই এমন ঘটনা,
স্রেফ এটা এক ইচ্ছে,
হাতে কোনো কাজ ছিল না বিধায়
শোনালাম তার কিচ্ছে!বললেনটা কী? সময় নষ্ট?
শুনে গাঁজাখুরি গল্প?
যান যান মিয়া, বাঁইচা গেলেন
বয়সটা বলে অল্প।এসব কথার মর্ম বোঝেন?
দেন তো শুধুই ভেঙানি!
ভদ্রঘরের পোলা বলে আর
দিলাম না ধরে ঠেঙানি!ছড়া- মৃদুল আহমেদ