আনন্দ উদ্দিপনার মধ্যদিয়ে আজ ১৮জানুয়ারী ২০২৫ গাংচিল যুব সংঘের বনভোজন উদযাপিত হলো।
রাজধানীর সন্নিকটে কালিগঞ্জ,নরসিংদীতে অবস্থিত “হানসা হিজল তমাল রিসোর্টে” সারাদিন ব্যাপি উৎসবমূখর পরিবেশে এই বনভোজন অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
রাজধানীর দক্ষিণ কাফরুলে অবস্থিত গাংচিল যুব সংঘের যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে। সেই থেকে সামাজিক এই সংগঠন নানা সেবা মূলক কাজ করে আসছে, যেমন- করোনা কালীন সময়ে মানুষকে সহায়তা,বন্যায় ত্রাণ, শীত বস্ত্র বিতরণ অন্যতম।
বর্তমানে সংগঠনটির সভাপতি হিসেবে মোঃ ফয়সাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ তাইজুদ্দিন দায়িত্ব পালন করছেন।
উক্ত বনভোজনে সংগঠনের সদস্যবৃন্দের পরিবার ও বিভিন্ন প্রান্তের আরো অনেকেই অংশ গ্রহণ করেন। যা এক আনন্দ উৎসবের সৃষ্টি করে।
গাংচিল যুব সংঘের প্রধান উপদেষ্টা আলমগীর হোসেন আলম তার সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান আয়োজনের আশা ব্যাক্ত করেন।
বনভোজনে মুখরোচক খাবার সহ সারাদিন ব্যান্ড সংগীতের আয়োজন করা হয়। মনোমুগ্ধকর গানে ছোট থেকে বৃদ্ধ সকলেই চমৎকার সময় কাটান, কেউ কেউ ফিরে যায় পুরনো দিনের স্মৃতি রোমন্থনে।
অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র এর মাধ্যমে ৩০ জনকে পুরুস্কৃত করা হয়। পাশাপাশি বিভিন্ন গুণীজনদের বিশেষ সম্মাননা পুরুস্কারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ এলাহী ভবিষ্যতে সমাজের জন্য আরো ভালো কাজ করার আশা ও আরো আকর্ষনীয় বনভোজন করার প্রত্যয়ে সকলের দোয়া ও সহযোগীতা চান।
অনুষ্ঠানটি চমৎকার করে উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন কবির সিদ্দিকী।