বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পর এবার আলীকদমে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে আলীকদমের ২৬ কিলোর ডিম পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওইদিকে খবর ছিল যে থানছি থেকে কুকি চিনের একটি গাড়ি আমাদের এদিকে আলীকদমের রাস্তায় ঢুকেছে। এ সন্দেহে আমাদের ২৬ কিলো সেনা-পুলিশ চেক পোস্টে সবাই এলার্ট ছিল। ওই সময় সাড়ে ১২টার দিকে একটা গাড়ি আসলে সন্ত্রাসী সন্দেহে গুলি চালানো হয়।’
তারা কারা জানতে চাইলে ওসি বলেন, ‘তারা ট্রাকের ড্রাইভার-হেল্পার। তারা আহত হইছে।’ওই দুইজন পাল্টা গুলি ছুড়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘না, এরকম সত্যতা পাইনি আমরা।’
এর আগে রাত সাড়ে ৮টার দিকে থানচিতে পুলিশ ও বিজিবির সঙ্গে ব্যাপক গোলাগুলি হয় সন্ত্রাসীদের। রাত ১০টার দিকে গোলাগুলি থামলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তারও আগে বুধবার থানচি ও রুমায় ১৭ ঘণ্টার মধ্যে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা, অস্ত্র লুট ও ম্যানেজার অপহরণের ঘটনা ঘটে। প্রায় ৪৮ ঘণ্টা পর অপহৃত সোনালী ব্যাংকের কর্মকর্তা নেজাম উদ্দিনকে উদ্ধারের কথা জানায় র্যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার দুপুরেই ঢাকায় প্রেস ব্রিফিংয়ে রুমা ও থানচিতে ব্যাংকে সশস্ত্র হামলার জন্য কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে দায়ী করেন।
এমন পরিস্থিতিতে কেএনএফ এর সঙ্গে পরবর্তী বৈঠক বাতিল করেছে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্ব গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটি।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ