গতিহীন সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন; পিছিয়েছে ১০৭ বার
১২ বছর কেটে গেছে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের। এক যুগেও জানা যায়নি ঘাতক কারা। ১০৭ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেবার সময়।
এ’নিয়ে নিহত দুই সাংবাদিক সাগর-রুনির পরিবারে দানা বেঁধেছে হতাশা। দায়িত্বপ্রাপ্ত সংস্থা র্যাব বলছে, তদন্ত চলমান আছে। আর সময়ক্ষেপন না করে, র্যাবকে মামলার তদন্তভার ছেড়ে দেবার পরামর্শ দিয়েছেন পাবলিক প্রসিকিউটর।
রাজধানীর পশ্চিম রাজাবাজারে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি।
প্রাণে বেঁচে যায় হতভাগ্য এই দম্পতির একমাত্র সন্তান মেঘ। বাবা-মা হারা সেই শিশুটি আজ অনেক কিছু বুঝতে শিখেছে। পথচলার প্রতিটা পদেই বাবা-মাকে মনে পড়ে তার।
গত ১ যুগ ধরে বিচারের আশায় থেকে থেকে হতাশ নিহত রুনির ছোট ভাই রোমান।
জীবদ্দশায় এই হত্যার বিচার দেখে যেতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন নিহত সাগর সরওয়ারের বয়োবৃদ্ধ মা।মামলাটির তদন্ত চলমান- এমনটাই বলছে র্যাব।
সূত্রঃ একুশে টিভি
Aninda, Sub-Editor