কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জঙ্গি নেতাকে গ্রেপ্তারে র্যাবের অভিযান চলছে। এখনো জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অন্তত দুজনকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (গণমাধ্যম ও আইন) এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, সোমবার (২৩ জানুয়ারি) ভোর রাত থেকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়।
র্যাব সদরদপ্তরের ক্ষুদেবার্তায় জানানো হয়েছে, ‘আটক হওয়া দুজনের একজন হলেন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার। তাদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়েছে।’
এএসপি আবু সালাম বলেন, ‘ভোর রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ওই জঙ্গি গোষ্ঠীর শীর্ষস্থানীয় এক নেতাসহ সশস্ত্র কয়েকজন অবস্থান করছে- এমন খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে জঙ্গিরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় সংগঠনটির শীর্ষস্থানীয় এক নেতাকে আটক করা হয়।’
এখনো কুতুপালং এলাকায় জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে জানান র্যাবের এই কর্মকর্তা।
Aninda, Sub-Editor