বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় লাবলু মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা মাহিয়ানুল হক অর্চিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার অন্যজন হলেন আওয়ামী লীগ কর্মী হারেজ উদ্দিন। মাহিয়ানুল উত্তরা এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

শুক্রবার রাতে উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ৫ আগস্ট উত্তরার বিভিন্ন সড়কে ছাত্র-জনতা বিক্ষোভ করছিল। এ সময় ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি এলাকায় হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় লাবলু মিয়ার মাথায় গুলি লাগে। তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মামলা হয় উত্তরা পশ্চিম থানায়।

সূত্রঃ সমকাল