উত্তরায় ভুল অপারেশনে প্রাণ গেল নারীর
রাজধানীর উত্তরার হাই কেয়ার হাসপাতালে এক চিকিৎসকের পরিবর্তে অন্য চিকিৎসককে দিয়ে ভুল অপারেশন করানোয় শামীমা আক্তার মুন্নি নামের এক নারী (বয়স আনুমানিক ৩০ বছর) মারা গেছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উত্তরার হাই কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার মৃত্যু হয়েছে সকাল সাড়ে ১১টার দিকে।
জানা গেছে, অপারেশনের পর ১২ ঘণ্টা সময় বেঁধে দেয়ার পর আর ফেরেনি জ্ঞান। নতুন করে দেয়া হয় আরও ২৪ ঘণ্টা সময়। তার আগেই সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে পিত্তথলির পাথর অপারেশন করাতে তিনদিন আগে উত্তরা হাই কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি হন শামীমা।
স্বজনদের অভিযোগ, অপারেশন করার কথা ছিল ডা. মহিদুজ্জামান টনি নামে এক চিকিৎসকের। তবে কাউকে না জানিয়েই ডা. নজিমুল ইসলাম নামের অন্য চিকিৎসককে দিয়ে অপারেশন করায় হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পার হয়ে গেলেও অপারেশন শেষ না হওয়ায়, নানা অজুহাত দিতে থাকে কর্তৃপক্ষ।
স্বজনরা জানান, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা মুন্নি, সেটি জানতে নতুন করে আবার সময় বেঁধে দেয়া হয় আরও ২৪ ঘণ্টা। কিন্তু ফেরেনি তার জ্ঞান।
অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপারেশনের পর হার্ট অ্যাটাক করেছেন শামীমা। রক্তচাপ কমে যাওয়ায় জ্ঞান ফেরেনি তার।
সূত্রঃ সময় নিউজ
Aninda, Sub-Editor