উত্তরায় শহীদ পরিবারের সদস্যবৃন্দের সাথে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার ২১ সেপ্টেম্বর’২৪ বিকেলে রাজধানী উত্তরা ১২ নং সেক্টর পার্ক মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সেক্টর ১২।
এ সময় উপস্থিত ছিলেন,১২ নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী,১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক, সাহাবউদ্দিন আহমদ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জাহানারা লাইজু, প্যারামাউন্ট গ্রুপের পরিচালক, এ. এইচ. এম হাবিবুর রহমান,
ছাত্র-জনতার আন্দোলনে নিহত হওয়া শহীদ পরিবারের সদস্য বৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা ও ১২ নং সেক্টরে বসবাসরত সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এ জাতি বীরের জাতি,আমরা এ দেশে জন্ম নিয়ে গর্ববোধ করি, ছাত্র-জনতার আন্দোলনে নিহতশহীদ ভাই বোন দের খুনিদের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে।
এদের কাউকে ছাড় দেয়া হবে না, সকল জুলুম,চাঁদাবাজি ও অন্যায়ের বিরূদ্ধে সবাইকে ঐক্যবদ্ব হতে হবে। অপরাধ যেখানেই হোক সেখানেই রূখে দিতে হবে।আন্দোলন যারা আহত হয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব ভালো চিকিৎসা প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উক্ত আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যরা বলেন,আমাদের সন্তান, স্বামী আত্মীয় স্বজনের খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে।
এ আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন,ছাত্র পরিচয়ে কেউ চাঁদাবাজি কোনরকম সহিংসতা করার চেষ্টা করলে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান করেন।
যারাই ফ্যাসিবাদের দোসরদের পূর্ণবাসন করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।
উক্ত আলোচনা সভার আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, এহসান সাদি, রফিকুল ইসলাম আইনি,আজান, আশিকুল ইসলাম, ইউসুফ সিয়াম খানসহ অন্যান্য শিক্ষার্থীরা।
সর্বশেষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
–উত্তরা প্রতিনিধি