রাজধানীর উত্তরায় অবস্থিত আনজুম কাবাব ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দোকান ও লাভলীন কনভেনশন হল।
আজ সকাল ১০.৩০ নাগাদ উত্তরা ১২নং সেক্টরে অবস্থিত আনজুম কাবাব ঘর হোটেলে লাগা আগুনে পুড়ে ছাই পুরো হোটেল, পাশের বিল্ডিং এ অবস্থিত লাভলীন কনভেনশন হল ও দোকান পাটও ক্ষতি গ্রস্ত হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে পুড়ে গেছে আনজুম কাবার ঘর নামের হোটেল টি।
পাশের কয়েকটি দোকান ও লাভলীন কনভেনশন হল এই আগুনের তীব্র তাপে ক্ষতিগ্রস্থ হয়।
আগুনের সূত্রপাত ঠিক কি কারণে হয়েছে তা এখনও পরিস্কার নয়। কেউ বলছেন সিলিন্ডার থেকে আবার কেউ বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে।
আগুনের এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
Aninda, Sub-Editor