রাজধানীর উত্তরায় অবস্থিত আনজুম কাবাব ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দোকান ও লাভলীন কনভেনশন হল।

আজ সকাল ১০.৩০ নাগাদ উত্তরা ১২নং সেক্টরে অবস্থিত আনজুম কাবাব ঘর হোটেলে লাগা আগুনে পুড়ে ছাই পুরো হোটেল, পাশের বিল্ডিং এ অবস্থিত লাভলীন কনভেনশন হল  ও দোকান পাটও ক্ষতি গ্রস্ত হয়েছে।

উত্তরায় আনজুম কাবাব ঘর

আগুন লাগার খবর পেয়ে তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে পুড়ে গেছে আনজুম কাবার ঘর নামের হোটেল টি।

উত্তরায় আনজুম কাবাব ঘর

পাশের কয়েকটি দোকান ও লাভলীন কনভেনশন হল এই আগুনের তীব্র তাপে ক্ষতিগ্রস্থ হয়।

উত্তরায় আনজুম কাবাব ঘর

আগুনের সূত্রপাত ঠিক কি কারণে হয়েছে তা এখনও পরিস্কার নয়। কেউ বলছেন সিলিন্ডার থেকে আবার কেউ বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে।

আগুনের এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।