সামাজিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের উত্তরা ফাউন্ডেশন’ এর উদ্যোগে শতাধিক বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

২ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা থেকে “আমাদের উত্তরা ফাউন্ডেশন” এর ১টি টিম ফেনীর ফুলগাজী ও পশুরাম এলাকায় মোট ৮ শতাধিক বন্যার্ত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও ২ শতাধিক শিশুদের মাঝে শুকনো খাবার বিতরণ করে।

বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন (শ্যামল), সাধারণ সম্পাদক আরফানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস, সাবেক সহ সভাপতি রিপন সরকার সহ আর উপস্থিত ছিলেন নওশাদ, মেহরাজ, সায়মন, আপন, রিফাত, সাগর সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

আমাদের উত্তরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন শ্যামল জানান,

আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামীতেও যেনো আমরা এরকম আরো ভালো কাজ করতে পারি। এছাড়া সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনদের বলবো আপনারা সবাই দেশ ও দেশের মানুষের সেবাই এগিয়ে আসুন।

–উত্তরা প্রতিনিধি