উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা পালনকারী শতবর্ষের প্রাচীন রাজনৈতিক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’-এর সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সংগঠন সূত্রে জানা যায়, ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক, দাওয়াতপত্র বিতরণ, বিভিন্ন জেলা দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সম্পন্ন করেছে যুব জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে লিফলেট বিতরণ, পোস্টারিং’সহ সব ধরনের প্রচারণা সম্পন্ন করেছে। সম্মেলন ঘিরে যুব জমিয়ত নেতাকর্মীদের মাঝে বেশ উদ্যোমতা লক্ষ্য করা যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি। সভাপতিত্ব করবেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহীমুল হক।

জমিয়তের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত যুব জমিয়তের প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য রাখবেন।

যুব জমিয়তের সম্মেলন

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল করতে যুব জমিয়ত নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া’সহ সর্বস্তরের যুব সমাজের সহযোগিতা কামনা করেছেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ইসহাক কামাল।

— মোহাম্মদ নূর হোসেন