বিএনপি ও মিত্রদের ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীসহ সারাদেশে পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ ডিসেম্বর) বিকাল থেকে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে দুই নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, রাজধানীতে তিনটি, আশুলিয়ায় একটি ও ফেনীতে একটি বাস আগুনে পুড়ে গেছে। সবগুলো যাত্রীবাহী বাস।
তিনি আরও জানান, রাত পৌনে ৯টায় রাজধানীর টিকাটুলিতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্টাফ বাস এবং সাড়ে ৮টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে মিডলাইন পরিবাহনের বাসে আগুন দেওয়া হয়। তার আগে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে স্টাফ বাস এবং সন্ধ্যা ৭টার পর আশুলিয়ায় কবিরপুর বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনের বাস এবং ফেনীতে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হক জানান, রাতে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় বাসে আগুন দেওয়ার সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।
গত ২৮ অক্টোবর সরকার পতনের দাবিতে সমাবেশ করার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর থেকে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপিসহ অন্য সমমনা দলগুলো।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ১ মাস ১০ দিনে সারা দেশে ২৬৩ যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগুন দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসে। যানবাহন ছাড়াও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ
Aninda, Sub-Editor