Select Page

RUAP কাশফুল পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচী

RUAP কাশফুল পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচী

রাজউক উত্তরা এ্যাপার্টমেন্ট প্রজেক্ট (RUAP) এর কাশফুল পরিবারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন।

গত  ০৮ জুলাই ২০২৩ রোজ শনিবার  বেলা ১১:০০ ঘটিকায় সেক্টর -১৮ কাশফুল পরিবার RUAP এর আয়োজনে  তুরাগ -চামেলী কুশিয়ারা- সুরমা ভবন বেষ্টিত মাঠে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ এর উদ্বোধন করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুজাফফর উদ্দিন। রাজউকের নকশা অনুযায়ী অনুমোদিত চিহ্নিত স্থানে একটি “বটগাছ” এর চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাশফুল পরিবার RUAP এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দা মনিরা আক্তার খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা আক্তার সুপ্তি, অর্থ সম্পাদক সাহিদা চৌধুরী, নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক কামরুন জাহান মাহমুদ, সংগঠনের নারীনেতৃবৃন্দ ও সদস্য এবং রাজউকের আর্কিটেক্ট কর্মকর্তা বৃন্দ, প্রোজেক্টের ফ্ল্যাট মালিকসহ আরো অনেকেই।

RUAP কাশফুল পরিবারের

ছবিঃ আমাদের উত্তরা

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এর প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাফফর উদ্দিন বলেন,

”রাজউক এই প্রকল্পের অভ্যন্তরে ল্যান্ডস্কেপিংয়ের নকশা চূড়ান্ত করেছে এবং শিগগিরই বৃক্ষরোপণের কাজ শুরু করবে।রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প বাংলাদেশের প্রথম ‘কন্ডেনিয়াম সিটি’, যা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অন্তর্ভুক্ত এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।”

রাজউকের মাস্টারপ্ল্যান অনুযায়ী এলাকাটিতে সবুজায়ন প্রকল্প হাতে নেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও রাজউক বৃক্ষ রোপণের কাজ সমাপ্ত করতে পারেনি। এবার গাছ লাগানো কর্মসূচি সফল হলে এটি হবে বাংলাদেশের মধ্যে সেরা আবাস স্থল।

–নিজস্ব সংবাদ দাতা

About The Author

অনিন্দ্য

Aninda, Sub-Editor