রাজধানীর পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিমের বাসভবন ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর থেকে রাজধানীর আজিমপুর দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে রাখে যৌথবাহিনী।
সূত্রের তথ্য অনুযায়ী, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে, যেগুলোর বাজারমূল্য কোটি টাকারও বেশি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।
‘গুলশানার মাসুদা টাওয়ার’ নামের ওই ভবনে পাওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো রয়েছে। তবে গাড়িগুলো সম্পর্কে ম্যানেজার কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি।
ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী কোনো মন্তব্য করেনি। পরবর্তীতে যৌথবাহিনীর প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
— রিজভী মাহমুদ/ইনিউজ আপ ডট কম










