রজনীকান্তের আসন্ন বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’-তে আমির খানের অভিনয়ের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো আমিরের ফার্স্ট লুক। মাত্র একটি ঝলকেই যেন দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে কয়েক গুণ।
অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে একেবারে নতুন রূপে ধরা দিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। চোখে সানগ্লাস, মুখে চুরুট—এই লুকে তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটি ক্যামিও চরিত্র হলেও বেশ তাৎপর্যপূর্ণ।
নেটিজেনরা ইতোমধ্যেই আমিরের এই নতুন রূপে মুগ্ধ। কেউ লিখেছেন, “বহু প্রতীক্ষিত চরিত্র, অবশেষে সামনে এলো।” আবার কেউ মন্তব্য করেছেন, “মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে—এটা তো একেবারে ড্রিম কম্বিনেশন!”
জানা গেছে, প্রায় ৩৭৫ কোটি টাকার বাজেট নিয়ে নির্মিত ‘কুলি’ হতে চলেছে চলতি বছরের ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় বাজেটের ছবি। লোকেশ কানাগরাজের পরিচালনায় ছবিটিতে রজনীকান্ত ও আমির খানের পাশাপাশি রয়েছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা, উপেন্দ্র এবং শ্রুতি হাসান।
প্রত্যাশার পারদ চড়ানো এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ আগস্ট।










