আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বাতিলের দাবিতে জামালপুরের ইসলামপুরে যুব দলের সভাপতি মোঃ মুকুল আকন্দের নেতৃত্বে মিছিল ও লিফলেট বিতরণ করানো হয়।
কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচি হিসাবে জামালপুর, ইসলামপুর ১১ নং চর পুটিমারি ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃ মুকুল আকন্দের নেতৃত্বে আজ ৩০ডিসেম্বর বেনুয়ার চর বাজারে মিছিল ও লিফলেট বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলাম পুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাষ্টার, বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ইসলাম পুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক ছামিউল হক লাভলু ও ইসলাম পুর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির খান লোহানি।
আরও উপস্থিত ছিলেন ১১ নং চর পুটিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী আকন্দ লাল মিয়া মাষ্টার ও বিভিন্ন ওয়ার্ডের যুব দলের নেতা কর্মীসহ এলাকাবাসীরা।
— জামালপুর প্রতিনিধি
Aninda, Sub-Editor