একটা আকাশ কিনে তোমাকে দিতে চাই।

সেই আকাশে তুমি উড়বে রঙিন ডানা মেলে, আমি মুগ্ধ হয়ে দেখবো!

আচ্ছা, আকাশটা এখন কার!?

তুমি কার আকাশেই বা উড়ছো!
একটা সমুদ্র কিনে তোমায় দেবো!
তুমি খুব করে ভেসে বেড়াবে, পা ভেজাবে।
আচ্ছা সমুদ্রটা এখন কার?
তুমি জানো!
তুমি কার সাথে হাঁটো বেলাভূমিতে? 
একটা পাহাড় যদি তোমাকে দেই! তুমি আমার হবে? 
তুমি তো আমারই ছিলে, 
কিভাবে হারিয়ে ফেলেছি তোমায় কবে??
লেখক- সুলতানা নাসরিন জাহান রুনা