বিশ্ব স্ট্রোক দিবস ২০২৩ উপলক্ষ্যে উত্তরা অফিসার্স ক্লাব এর স্বাস্থ্যসেবা উপ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো স্ট্রোক নিয়ে সচেতনতা সভা।

গতকাল ৯নভেম্বর সন্ধ্যা ৬টায় গুরুত্বপূর্ণ এই সচেতনতা সভাটি উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকা এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

“স্ট্রোক”: উত্তরা অফিসার্স ক্লাব

স্ট্রোক নিয়ে সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- উত্তরা অফিসার্স ক্লাবের স্বাস্থ্যসেবা উপ-কমিটির আহবায়ক প্রফেসর ডা: আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান।

“স্ট্রোক”: উত্তরা অফিসার্স ক্লাব

সভার মূখ্য আলোচক হিসেবে ছিলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মোঃ শফিকুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- হাই কেয়ার নিউরো স্পেশালাইজড হসপিটাল,উত্তরা,ঢাকা এর ব্যাবস্থাপনা পরিচালক ডা: এন এ খান (ইমরান)।

“স্ট্রোক”: উত্তরা অফিসার্স ক্লাব

স্ট্রোক নিয়ে চমৎকার এই সভার চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা অফির্সাস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, এনডিসি।

“স্ট্রোক”: উত্তরা অফিসার্স ক্লাব

“স্ট্রোক”: উত্তরা অফিসার্স ক্লাব

সভায় ষ্ট্রোক কি?, কেন হয়? হলে করণীয় ইত্যাদি সম্পর্কে খুব সুন্দর ভাবে তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়। বাংলাদেশে ষ্ট্রোক এর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। স্ট্রোক এর শংকা কমাতে প্রয়োজন সচেতনতা, খাদ্যভ্যাস, ব্যায়াম ও প্রচার কার্যক্রম। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে স্ট্রোক নিয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মোঃ শফিকুল ইসলাম।

দেখুন ‍ভিডিও-

“স্ট্রোক”: উত্তরা অফিসার্স ক্লাব

উত্তরা অফিসার্স ক্লাবের স্বাস্থ্যসেবা উপ-কমিটির আহবায়ক প্রফেসর ডা: আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) বলেন নিজে সচেতন হলে, চর্বি জাতীয় খাবারপরিহার ও স্ট্রেস কমালে স্ট্রোক প্রতিরোধ করা যায়।

“স্ট্রোক”: উত্তরা অফিসার্স ক্লাব

স্ট্রোক নিয়ে এই আলোচনা সভার ব্যাবস্থাপনায় ছিলো- ন্যাশনাল স্ট্রোক ট্রাস্ট অফ বাংলাদেশ (NSTB) । হাই কেয়ার নিউরো স্পেশালাইজড হসপিটাল এর সৌজন্যে এই আলোচনা সভার শেষে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।“স্ট্রোক”: উত্তরা অফিসার্স ক্লাব

এবং ন্যাশনাল স্ট্রোক ট্রাস্ট অফ বাংলাদেশ এর পক্ষথেকে আলোচনার অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

“স্ট্রোক”: উত্তরা অফিসার্স ক্লাব

সচেতনতা সভায় উত্তরা অফিসার্স ক্লাবের সম্মানীত সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইনিউজ আপ এর পরিচালক রিমি লায়লা এবং প্রকাশক ও প্রধান সম্পাদক মোহাম্মদ মহসীন।  বিশেষ আকর্ষণ ছিলো বাউল কাসেম এর সুন্দর গান পরিবেশনা।