নবজাতক ও মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. এটিএম নজরুল ইসলাম বলেন-

‘আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের। কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি।’

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম জানান, ‘সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। ইতোমধ্যে পাঁচ দিন চলে গেছে, আর বাকি আছে দুই দিন। এ সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই অ্যাকশনে যাওয়া হবে।’

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ