রাজধানী সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিল ও পরিচালকের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জুন) বেলা ১১টায় সেন্ট্রাল হাসপাতালের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মা মাহবুবা রহমান আঁখি এবং তার নবজাতককের মৃত্যুর ঘটনায় এ মানববন্ধন হয়।

মানববন্ধন আয়োজন করে মাহবুবা রহমান আঁখির সহপাঠী ইডেন কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা কলেজের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র নাজমুল হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানান।

দাবিতে বল হয়, ভুল চিকিৎসার মাধ্যমে নবজাতক ও আঁখিকে হত্যাকারী ডাক্তার সংযুক্তাসহ জড়িতদের গ্রেপ্তার করতে হবে। সেন্ট্রাল হাসপাতালে লাইসেন্স বাতিল করে পরিচালককে গ্রেপ্তার করতে হবে। দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষে মনিটরিং সেল গঠনের মাধ্যমে সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সেন্ট্রাল হাসপাতাল আঁখির পরিবারকে দুই কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

গত ১৪ জুন ভুল চিকিৎসায় সেন্ট্রাল হাসপাতালে মারা যান মাহবুবা রহমান আঁখির নবজাতক সন্তান। আর গতকাল ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আঁখি।

রাজধানী সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিল ও পরিচালকের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৯ জুন) বেলা ১১টায় সেন্ট্রাল হাসপাতালের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ