সিলেট বিমানবন্দরে উড্ডয়নের সময় চাকা ফেটে রানওয়েতে আটকে গেছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এর ফলে সিলেট বিমানবন্দরে বিমান চলাচল আপাতত বন্ধ আছে।সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নরত ওই ফ্লাইটে ১০০ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ চৌধুরী জানান, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। ৬০২ নম্বরের ওই ফ্লাইট ১০০ জন যাত্রী নিয়ে রানওয়েতে ওঠার পর সেটির একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিমানের চাকা মেরামত চলছে, সেটি ঠিক হলে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে বলে জানান রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার এই কর্মকর্তা।

সূত্রঃ সময়