মহান বিজয় দিবস উপলক্ষে বাড্ডায় সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব’র উদ্যোগে বিজয় উৎসব ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি এই উৎসবে বাড্ডার বিভিন্ন সংঘটন ক্রিকেট খেলায় অংশ গ্রহন করে।
সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ১৯৯১ সালে বাড্ডায় প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর ক্লাবকে আরো সংগঠিত করার জন্য পুনর্মিলনী ও ক্রিকেট প্রতিযোগীতার আয়োজন করা হয়।
সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব এর নতুন প্রজন্ম, পুরনো সদস্যরা সহ বাড্ডার ছোট বড় সবাই দিনব্যাপি এই আনন্দ উৎসবে যোগ দিয়েছিলো। অনেকে স্বপরিবারে এই উৎসবে উপস্থিত ছিলেন।
এই উৎসবে ছোটদের জন্যও ছিলো ফুটবল ও নানা খেলাধুলার আয়োজন।
এই আয়োজনের বিষয়ে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব এর সহাপতি
খন্দকার আরিফুর রহমান সুমন বলেন-
আমাদের পরবর্তী প্রজন্ম খেলাধুলাতে সম্পৃক্ত হয়ে মাদক থেকে দূরে থাকুক, এই উদ্দেশ্যেই আজকের এই মহান বিজয় দিবসে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব নবউদ্যোমে আবারো যাত্রা শুরু করলো। আমাদের সংগঠনের মূল স্লোগান “ মাদক মুক্ত সমাজ গড়ি,সবাই মিলে খেলাধুলা করি”।
ক্রিকেট ম্যাচ, খাওয়া দাওয়া শেষে র্যাফেল ড্র এরও আয়োজন করা হয়।
–নিজস্ব সংবাদদাতা