সারাদেশে চলছে তীব্র শীত। এ আবহাওয়া ফ্যাশনের জন্য দারুণ উপযোগী। কিন্তু এই তীব্র শীতে কি পরে বাইরে বের হওয়া যায় তা নিয়ে চিন্তায় পড়ে যায় অনেকেই। ফ্যাশনপ্রেমীরা শুধু আরামদায়ক নয়, মাথায় রাখে ফ্যাশনের ব্যাপারটাও।
আর শীতেই সবচেয়ে বেশি ফ্যাশনেবল ও বিভিন্ন ট্রেন্ডের পোশাক বাজারে আসে। তাই চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী।
হুডি : সময় বদলের ফ্যাশনে হুডি টিনএজদের মধ্যে জনপ্রিয় একটি পোশাক ও ফ্যাশন হয়ে উঠেছে। শুধু ছেলেরাই নয়, স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য টিনএজ মেয়েরাও বেছে নিচ্ছেন চমৎকার এ শীত পোশাকটি। শীতে হিমেল হাওয়ার হাত থেকে কানকে বাঁচাতে হুডির বিকল্প নেই। যেকোনো জায়গায় হুডি পরে সহজেই চলাচল করা যায় এবং অন্যান্য শীত পোশাকের মতো বাড়তি কোনো ঝামেলা নেই। হুডির সবচেয়ে বড় সুবিধা হলো জিন্স, সালোয়ার-কামিজসহ যেকোনো পোশাকের সঙ্গে মানানসই। হালকা শীতের মধ্যে এ পোশাকটির চাহিদা সব থেকে বেশি থাকে। তবে হাড় কাপানো শীতের মোকাবেলা দিতেও হুডির জুড়ি নেই। দেশের শীতের তাপমাত্রা অনুযায়ী নরম উলের হুডি এবং ভারী সিন্থেটিক হুডি সব রকমের কালেকশনই এখন সর্বত্রই পাওয়া যায়।
জ্যাকেট/ব্লেজার/ওয়েস্ট কোট : শীতে ফ্যাশনেবল পুরুষের সবচেয়ে পছন্দ এবং আরামদায়ক পোশাক হলো জ্যাকেট। কারণ এগুলো কর্মক্ষেত্রে যেমন পরা যায়, তেমনি মানিয়ে যায় অন্য যেকোনো স্থানেও। যাদের বাইকে করে কাজে যেতে হয় তাদের জন্য জ্যাকেট সবচেয়ে কমফোর্টেবল পোশাক। আজকাল মেয়েদের মধ্যেও জ্যাকেট পরার প্রবণতা বেশ লক্ষণীয়। ডেনিম ট্রাউজার্স এবং হাই টপ স্নিকাসের সঙ্গে জ্যাকেট বেশ মানিয়ে যায়।
শাল : কুয়াশার প্রভাবে হালকা শীতে শাল হয়ে ওঠে নারীর প্রধান স্টাইল স্টেটমেন্ট। শীতের পোশাকের মধ্যে মেয়েদের পছন্দের তালিকায় অন্যতম শীর্ষে কাশ্মিরি শাল, হাজার ফ্যাশনের মধ্যেও চোখ আটকে যায় সবসময়। গোটা প্রকৃতি যেন প্রস্তুত হচ্ছে কাশ্মিরি বাহারি শালে নিজেকে জড়িয়ে শীত উপভোগ করতে। অনেক জায়গাতেই পশমিনা বা কাশ্মিরি শাল বলে যা বিক্রি করা হয় সেগুলো কি আসল কাশ্মিরি শাল? একটি প্রশ্ন থেকেই যায়। তবে একটু সচেতন হলে আপনি নিজেই চিনে নিতে পারবেন অরিজিনাল শাল।
টুপি ও মাফলার : হাড় কাঁপানো শীত আর তার সঙ্গে তাল মিলিয়ে শুরু হয়েছে শীত ফ্যাশনের জোয়ার। সোয়েটার, জ্যাকেট আর অন্যসব শীতের পোশাক আকর্ষণীয় করে তোলে এর এক্সেসরিজ। এর মধ্যে অন্যতম মাফলার ও টুপি। শীতের ফ্যাশনে অনেক বড় ভূমিকা রাখে টুপি। পুরো স্টাইলকে যেন পাল্টে দেয়। তবে মাফলারও বেশি মানানসই। এর পাশাপাশি এসেছে মেয়েদের জন্য বিনি ক্যাপ। শীত থেকে রক্ষার পাশাপাশি কানও সুরক্ষা করবে বিনি ক্যাপ। টুপির সঙ্গে ম্যাচ করে নিন মাফলারও। টুপির রঙ ও ম্যাটারিয়ালের সঙ্গে মানানসই মাফলার বেশ আকর্ষণীয় করে তুলবে আপনাকে। পছন্দের কানটুপি ও মাফলার পেয়ে যাবেন রাজধানীর বিভিন্ন মার্কেটসহ আজকের ডিলেও।
লেডিস ওয়্যার/সোয়েটার : প্রচন্ড শীতে চাই উষ্ণতায় মোড়া সোয়েটার। পাশ্চাত্য ধারা অনুসরণ করে তৈরি করা হয়েছে মেয়েদের শীত পোশাক, বিশেষ করে সোয়েটার। পোশাকের সঙ্গে ফ্যাশনেবল সোয়েটার নিয়ে আসে বৈচিত্র্য। দৈর্ঘ্য একটু বেশি ও স্ট্রাইপ সোয়েটার এবার বেশি চলছে। সোয়েটারের গলায় ওভার ফ্লিপ ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি স্কার্ফের বিকল্প হিসেবে কাজ করে। শীতে অফিসে কর্মরত মেয়েদের পাশাপাশি সাধারণ মেয়েরাও স্যুটকে শীতের ফ্যাশন হিসেবে বেছে নিতে পারেন। এ ধরনের পোশাক শুধু আভিজাত্যই প্রকাশ করে না সেই সঙ্গে করপোরেট লুকও বজায় রাখে।
কোথায় পাবেন : শীতের এসব পছন্দের পোশাক পাবেন ঢাকার বনানী ১১ নম্বর সড়ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট ও বঙ্গবাজারসহ বিভিন্ন মার্কেটে পাবেন।
এ ছাড়াও দেশীয় ফ্যাশন হাউসগুলোতেও পাবেন শীতের পোশাকের বিশাল সমারোহ। আড়ং, অঞ্জন’স, বিশ্বরঙ, রং বাংলাদেশ, অন্যমেলা, প্রবর্তনা, নাগরদোলা, সাদাকালো, বিবিআনাসহ বিভিন্ন দেশীয় হাউসে পাবেন শীতের চাদর ও কটিসহ আরও বিভিন্ন ধরনের শীতের ফ্যাশনেবল পোশাক।
তথ্যসূত্রঃ সংগৃহীত
Aninda, Sub-Editor