লোকটা বড়ই সহজ সরল–
তেমন কিছুই জানে না,
গাড়ি-বাড়ি, সুন্দরী বউ
কিছুই তারে টানে না!
দেখতে সাদা সিধা,
মুখের ভাবে দ্বিধা,
আয়-উন্নতির বললে কথা
নেয় তো মোটেই কানে না!
লোকটা বড়ই সহজ সরল–
তেমন কিছুই জানে না!
পাশের বাড়ির লোক যদি যায়
টেসলা গাড়ি হাঁকাইয়া,
লোকটা তখন হাসিমুখে
উদাস থাকে তাকাইয়া,
সবাই ভাবে–হাঁদা!
এই ব্যাটা এক গাধা,
বুঝবে কবে, এমনে বাঁচা
এই জীবনের মানে না!
লোকটা বড়ই সহজ সরল
তেমন কিছুই জানে না!
মদ কারে কয়, গাঞ্জাটা কী,
লোকটা এসব টানে না,
আড্ডা-মিটিং নাই কিছুতে–
ঘরেও কাউরে আনে না!
কদিন বাদেই শহর জুড়ে
সবাই মরে কান্দিয়া…
সব ব্যাঙ্কের রিজার্ভগুলা
কে নিছে য্যান টান দিয়া!
সবার টনক নড়ে–
লোকটা তো নাই ঘরে!
আগে পিছে ওপর নিচে
বামে কিংবা ডানে না,
লোকটা এখন সুইজারল্যান্ড,
তার বাসা এইখানে না,
লোকটা বড়ই সহজ সরল–
তেমন কিছুই জানে না!