আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। কিন্তু হরতালের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

এদিন হরতালে ঢাকাসহ সারাদেশে বাস চলবে বলে শনিবার (২৮ অক্টোবর) গণমাধ্যমকে জানিয়েছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, ‘বিএনপির ডাকা আগামীকালের হরতালে ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।’

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার মহাসমাবেশ ছিল বিএনপির। এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতা-কর্মীরা।

পরে নয়াপল্টন থেকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিলে, বিএনপি আগামীকাল সারাদেশে হরতালের আহ্বান জানায় পুলিশ।

সূত্রঃ ইত্তেফাক