Home আন্তর্জাতিক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, উষ্ণ অভ্যর্থনা

21
0
চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি দেশটির হাইয়ান প্রদেশের কিয়োংহাই বো’আও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর। এসময় চীনা কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন।

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

এর আগে দুপুর ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তিনি। সফরকালে দ্বিপাক্ষিক বৈঠক, বিভিন্ন উচ্চপর্যায়ের আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই সফর বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।