যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন কুমিল্লার মোহাম্মদ আবুল হাশিম (৪২) নামে এক যুবক। রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাশিম জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের ছেলে।

নিহত আবুল হাশিমের ঘনিষ্ঠজন কালিকাপুর গ্রামের প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, আবুল হাশিম ও তার পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এখানে গ্রামের বাড়িতে কেউ থাকেন না। আবুল হাশিমের স্ত্রী, ৬ বছরের এক ছেলে, ২ বছরের এক মেয়ে রয়েছে। তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বসবাস করেন। তাদের ভাই-বোন ৭ জন, তারা সবাই যুক্তরাষ্ট্রের একই শহরে বসবাস করছেন। সেখানে একটি মুদি দোকানের মালিক ছিলেন আবুল হাশিম। সন্ত্রাসীরা ওই দোকানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।

কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, যুক্তরাষ্ট্রে গুলিতে কুমিল্লার কেউ নিহত হয়েছেন এমন কোনো তথ্য পায়নি।

বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনা সম্পর্কে কিছুই জানা নেই। সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুলাই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে নিহত হন চট্টগ্রামের মিরেরসরাই এলাকার ইয়াজউদ্দিন আহম্মদ (২৩)। ৫ দিনের ব্যবধানে দেশটিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা ঘটলো।

সূত্রঃ ইত্তেফাক