যুক্তরাষ্ট্রের একটি সড়কে নামাজ পড়ছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান- সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে- গাড়ি পাশে পার্কিং করে সড়কেই নামাজে দাঁড়িয়ে গেছেন সময়ের অন্যতম প্রতিভাবান এ ক্রিকেটার।

একইসাথে যুক্তরাষ্ট্রে তার আজান দেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওর লিংক–https://youtu.be/LRKkwqDoI7g

জানা গেছে- গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করেন রিজওয়ান ও দেশটির অধিনায়ক বাবর আজম। ওই সময়ই সড়কে নামাজ পড়েন রিজওয়ান। একইসাথে সফরে থাকাকালীন আজানও দেন তিনি। ভিডিও ভাইরাল দুটি সেসময়কারই।

ওই সফরে হার্ভার্ডের প্রোগ্রামের শেষ দিনে হার্ভার্ড বিজনেস স্কুলের এক শিক্ষিকাকে পবিত্র কুরআন শরিফ উপহার দেন রিজওয়ান। সেটিও বেশ প্রশংসিত হয়।

সূত্রঃ নয়াদিগন্ত