মেক্সিকোতে একটি ট্রাকের ধাক্কায় ছয়টি ভিন্ন ভিন্ন গাড়িতে নিহত হয়েছেন অন্তত ১৯ জন। শনিবার (৬ নভেম্বর) দেশটির পুয়েবলা শহর ও মেক্সিকো সিটির মধ্যের মহাসড়কের টোল বুথে এ দুর্ঘটনা ঘটে। ১১০ কিলোমিটার দীর্ঘ ওই মহাসড়কে অনেক পণ্যবাহী ট্রাক চলাচল করে থাকে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বুথের ওপর আছড়ে পড়ে এবং গাড়িগুলোকে ঠেলতে থাকে। ধাক্কা লেগে ওই গাড়িগুলোর কয়েকটিতে আগুন ধরে যায়।

মেক্সিকোর প্রাদেশিক সড়ক কর্তৃপক্ষ (সিএপিইউএফই) জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোকে সরাতে কাজ করছে সিএপিইউএফই। দুর্ঘটনার পর থেকে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে।

সূত্রঃ ইত্তেফাক