ঘুরতে গিয়া মিরেরসরাই
হঠাৎ দেখি বিশাল কড়াই,
ভাজছে তাতে জিলাপি!
মনটা করে বিলাপই…
জিভটা বলে, দুইটা খাই!
মনটা বলে, সামলে ভাই!
ডাক্তারসাব খুব কড়া,
রাখেন বাকি কানধরা!
কোলেস্টরল চরমে,
মরতেছি তাই মরমে,
হাতের টানে আড়াই প্যাঁচ,
বুকের ভেতর বিঁধল খ্যাঁচ।
রসেতে যেই চোবাইল–
দা দিয়ে য্যান কোবাইল!
চকচকালো দুইটা চোখ,
হকচকিয়ে গিলছি ঢোক…
কম বয়সে বুড়াইলে,
খাওয়ার সময় ফুরাইলে,
জিভ যদি আর ফান না পায়–
আমার তখন কান্না পায়!
ছড়া- মৃদুল আহমেদ