আইজকাইলকার আবাইত্যারা
যখন যা পায় হেডাই খায়!

ছড়াকার- মৃদুল আহমেদ

জুয়ান বয়স আমরা শুদু
কান্নি খাইছি নায়িকায়!
রাজ্জাকেরে দেইখ্যা যখুন
নাইচ্যা উঠে বুবিতা…
হেইডা দিখা খুদার কছম
লিখছি কত কুবিতা!
আবার যখুন আলমগীরের
লাইগ্যা ফুঁপায় শাবানা,
গামছাতে চুখ মুইছ্যা নিছি,
মুনডা তো আর বুবা না!
একটু পরেই কোমর দুলাই
নাইচ্যা গ্যাছে শর্বরী…
তখুন হালায় মাতার বিত্রে
ঘইট্যা গ্যাছে গড়বড়ই!
টাইটফিট সব ইমুন ডেরেস–
আল্লাদও কি কম পারে?
হেই কারণেই শইলডা গরম
হইত দেখে চম্পারে!
রুমান্স রুমান্স কইতো কতা
চুক্কা ঠুঁটে সুচন্দায়…
সেইছব সিন মাথার থিকা
আর কি মিয়া ঘুচন যায়?
ফারুক ভায়ের লগেই যখন
করত পেরেম কবরী,
ফাল দিয়া ভাই ভাঙছি চেয়ার…
লাগত এমুন জবরই!
কী কমু আইজ বদ পুলাপাইন
দিল বদলায় ক্ষণেই না?
আইজ পূজা দেয় যেই নায়িকার,
কাইলকা তারে গনেই না!