সূচনাতেই সাড়া ফেলছে কিডস ইউনিভার্সিটি হিসেবে পরিচিত মানারুল কোরআন একাডেমি। মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর গ্রামে ২০২২ সালে গড়ে তোলা এই আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম বছর ৪০ টি আসনের বিপরীতে ৮০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রতিদ্বন্দ্বীতামূলক ভর্তি পরীক্ষায় ২০২৩ শিক্ষাবর্ষে আসন দ্বিগুন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এবার ৭৫ টি আসনের বিপরীতে শতাধিক শিক্ষার্থী ভর্তি পরিক্ষা অংশ নেয়। ইন্টারন্যাশনাল ইসলামিক ব্যাকলারিয়েট কারিকুলাম অবলম্বনে জাতীয় কারিকুলাম সমন্বয়ে গঠিত আইআইবি কারিকুলামের মাধ্যমে ক্রিয়েটিভ পাঠদান প্রক্রিয়ায় সচেতন অভিভাবকরা তাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তি করানোর বিষয়ে প্রচুর আগ্রহী হয়ে উঠেছেন। এমনই চিত্রের দেখা মিলে শনিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গেলে।
এবার কিডস কুরআন ডিপ্লোমা, কিডস কুরআন গ্রাজুয়েশন ও জুনিয়র মাদ্রাসা ডিপ্লোমায় প্রায় ৭৫ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির হেলথ কেয়ার ও সেইফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে প্রতিষ্ঠানের পাশ্ববর্তী এলাকার শতাধিক নারী পুরুষকে ইতিমধ্যে বিনামূল্যে হেপাটাইটিস বি এর টিকা প্রদান করা হয়েছে। একঝাঁক মেধাবী শিক্ষক দ্বারা প্রতিষ্ঠানটিতে পাঠদান করা হয়ে থাকে। নিরিবিলি পরিবেশে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত, কম্পিউটার ও সাইন্স ল্যাব সম্বলিত সুবিশাল ক্যাম্পাস রয়েছে প্রতিষ্ঠানটির।
অপরদিকে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আল মানার ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে কর্জে হাসানায় পড়াশোনার অভিনব ব্যবস্থা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা কোববাদ আহমদ এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মু. ইবরাহীম।
এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দায়িত্বে রয়েছেন মু. জিয়া উদ্দীন ও মনিরুল ইসলাম মনির, হেড অব ডিপার্টমেন্ট (এডুকেশন) এ দায়িত্ব পালন করছেন হাসান হাফিজুর রহমান, হেলথ কেয়ার এন্ড সেইফটি ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করছেন আনোয়ার আশ্রাফ, এডুকেশন সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি তোফায়েল আহমদ, কিডস্ কুরআন গ্রাজুয়েশন প্রোগ্রাম হেড হিসেবে দায়িত্ব পালন করছেন কাওছার বিন আহমদ, কিডস্ কুরআন ডিপ্লোমা প্রোগ্রাম হেড হিসেবে দায়িত্ব পালন করছেন মু. আরাফাত হোসেন, সাইন্স এন্ড টেকনোলজি দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার আব্দুর রউফ।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মু. ইবরাহীম জানান, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান চালুর পর থেকে স্বল্পসময়ে আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পেয়েছি। একজন শিক্ষার্থীর প্রাথমিক ভিত তৈরিতে অসামান্য ভূমিকা পালন করছে আমাদের প্রতিষ্ঠান।
নিরিবিলি পরিবেশে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত, কম্পিউটার ও সাইন্স ল্যাব সম্বলিত সুবিশাল ক্যাম্পাস রয়েছে আমাদের। আর মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আল মানার ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে কর্জে হাসানায় পড়াশোনার অভিনব ব্যবস্থা।
Sub-Editor (News)