Select Page

মিয়ানমারে ভূমিকম্প; শতাধিক প্রাণহানির শঙ্কা

মিয়ানমারে ভূমিকম্প; শতাধিক প্রাণহানির শঙ্কা

মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি বার্মিজ সার্ভিসকে মান্দালাই অঞ্চলে কর্মরত উদ্ধারকারী দলের একজন সদস্য বলেছেন, ক্ষয়ক্ষতি অনেক বেশি। তিনি বলেন, মৃত্যুর সংখ্যাও অনেক বেশি, আমরা এখন শুধু এটুকুই বলতে পারি। কারণ উদ্ধার অভিযান চলছে। হতাহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তবে এটি অন্তত শতাধিক।

মিয়ানমারে ভূমিকম্প

ছবিঃ সংগৃহীত

শুক্রবার সকালে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করে ব্যাংককে। ভূমিকম্পের প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককের এই ভবনটি ধসে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয় শহর থেকে ১৭.২ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এলাকাটির জনসংখ্যা প্রায় ১৫ লাখ।

About The Author