শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। চলছে গণনা। সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রাম্প ২৪৭ ও কমলা ২১৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।

ন্যুনতম ২৭০ ইলেকটোরাল ভোট পেলে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারবেন এই দুই প্রার্থীর একজন।

সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের ২৩টি ও কমালার ৫৬টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন।

এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ৫১ দশমিক ১ শতাংশ ট্রাম্প ও ৪৭ দশমিক ৪ শতাংশ কমালা পেয়েছেন।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই সাত রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি। তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

এই ভিতর নেভাদা, অ্যারিজোনা, মিশিগান,উইসকনসিন রাজ্যে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

সূত্রঃ নিউজ24