ভবের হাট-বাজারে
কতই খেলা দেখলারে মনা !!

খেলা তোমার আশে পাশে
খেলা তোমার সঙ্গে আসে
আবার সেই খেলাতে জীবন ভাসে
রইলা দিনকানা !!

ভবের হাট-বাজারে
কতই খেলা দেখলারে মনা !!

ডাইনে খেলা বাঁয়ে খেলা
খেলায় জীবন ঝালাপালা
আবার সেই খেলাটাই রহমান ইমন
খেলতে পারলানা !!

ভবের হাট-বাজারে
কতই খেলা দেখলারে মনা !!

-রহমান ইমন