বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকা মহিলা উপ-কমিটির আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আজ ৯ডিসেম্বর ২০২৩ উত্তরা অফিসার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এই মনোমুগ্ধকর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব- নাজমা মোবারেক।
বিশেষ অতিথি হিসেবে যৌথভাবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোকেয়া দিবসের এই আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারী তিতুমীর কলেজ,ঢাকা এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা হাফিজ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উত্তরা অফিসার্স ক্লাবের মহিলা উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।সুন্দর এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মহিলা উপ-কমিটির সদস্য নুসরাত আফরোজ।
বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও উত্তরা অফিসার্স ক্লাবের মহিলা উপ-কমিটির সদস্য সচিব ড.ললিতা রানী বর্মন।
স্বাগত বক্তব্যের পর উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত সকল সদস্য ও দর্শকদের ফুল দিয়ে অভ্যর্থনা দেয়া হয়।
উত্তরা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মূখ্য আলোচক সরকারী তিতুমীর কলেজ,ঢাকা এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা হাফিজ তার দীর্ঘ ও শ্রুতিমধুর বক্তব্যে বেগম রোকেয়াকে নিয়ে আলোচনায় করেন। নারী জাগরণে বেগম রোকেয়ার নানা অবদান ও বর্তমান সময়ে তার প্রতিফলন সুন্দরভাবে তুলে ধরেন। তিনি এটাও তুলে ধরেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীদের নিয়ে যেসব চিন্তা বা সুযোগ সৃষ্টি করেছেন যা এর আগে কখনও হয়নি।
বিশেষ অতিথি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা তার সংক্ষিপ্ত বক্তব্যে ভূয়সী নারী বেগম রোকেয়ার অবদান এবং সমাজে নারীদের অধিকার নিয়ে আলোচনা করেন। নারী অধিকার নিয়ে এখনো যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো তুলে ধরেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে নারীদের নিয়ে বিভিন্ন সুযোগ সৃষ্টির জন্য বিশেষ ধন্যবাদ জানান।
শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান উপস্থিত সকল অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব- নাজমা মোবারেক বলেন, বেগম রোকেয়া এমন এক ব্যাক্তি যাকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। বেগম রোকেয়া নারীদের কতটা উচুঁ স্তরে দেখতে চেয়েছেন তা তার লেখায় ফুটে উঠেছে। সর্বক্ষেত্রে তিনি নারীদের সর্বোচ্চ স্থান দেখতে চেয়েছেন, ১৪৮ বছর আগের দেখা বেগম রোকেয়ার স্বপ্ন আজ সফল হয়েছে বলে তিনি মনে করেন। কিছু প্রতিবন্ধকতা এখনও আছে, সেগুলো নিয়েও কাজ চলবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানের সভাপতি উত্তরা অফিসার্স ক্লাবের মহিলা উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ তার বক্তব্যে বেগম রোকেয়াকে বিনম্র শ্রদ্ধা জানান এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-
এছাড়াও বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ফেরদৌসী বেগম ।
অনুষ্ঠানের শেষে মহিলা উপ-কমিটির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
— নিজস্ব প্রতিবেদক
Aninda, Sub-Editor