Select Page

বেইলি রোডে ভয়াবহ আগুন; আহত ৪

বেইলি রোডে ভয়াবহ আগুন; আহত ৪

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।অনেককে ভবনের গ্লাস ভেঙে মই দিয়ে নিচে নামাতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ারুল বলেন, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সেখানে আরও ১২টি ইউনিট যোগ দিয়েছে।

পথচারী ও স্থানীয়রা জানান, আগুন লাগার পর ভবনের রেস্টুরেন্টগুলোতে মানুষ দেখা গেছে। আগুন ভবনের চারদিকে ছড়িয়ে পড়েছে। ফলে এসব মানুষ সেখানে আটকা পড়েছে।

এদিকে আগুনের ঘটনায় আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের জরুরি চিকিৎসা চলছে।

পুলিশের রমনা জোনের সহকারী মোহাম্মদ সালমান ফার্সী জানিয়েছেন, বহুতল ওই ভবনের উপরে তলাগুলো আবাসিক। সেখানে বাসিন্দারা আটকা পড়েছেন। তাঁদেরকে গ্লাস ভেঙে বের করা হচ্ছে ।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে জানাতে পারেননি তিনি।ভবনটিতে পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টরেন্ট রয়েছে। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ পোশাকের জনপ্রিয় দোকানও রয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

About The Author

অনিন্দ্য

Aninda, Sub-Editor