১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি।
রোববার রাত ১২টা ১ মিনিটে তারা মোমবাতি প্রজ্বালন করেন এরপর তারা হাত তুলে মোনাজাত করেন।
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র সামান্তা শারমীনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ৭১ সালে মুজিববাদ বাংলার মানুষের সঙ্গে ধোঁকা দিয়ে বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করেছিল। নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুনভাবে বাংলাদেশের মানুষ দিশা পেয়েছিল কিন্তু নব্বইয়ের অভ্যুত্থান দুইটি রাজনৈতিক দল চুরি করেছিল।
তিনি বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থান আওয়ামী লীগ-বিএনপি ভাগ বাটোয়ারা করে চুরি করেছিল। কিন্তু ২৪ এর গণ অভ্যুত্থান আমরা কোনো রাজনৈতিক দলকে চুরি করতে দেব না ইনশাল্লাহ। তরুণ প্রজন্ম মাঠে দাঁড়িয়েছে রক্ত দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে যারা হীনমন্য করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদের হুঁশিয়ারি করে দিতে চাই, শেখ হাসিনার পরিণতি লক্ষ রাখুন।
বিচারের আগে নির্বাচন নয় মন্তব্য করে নাসীর আরও বলেন, আমরা তরুণরা লুটেরা চাঁদাবাজ বিহীন বাংলাদেশ চাই, এগুলোর শপথ নিয়ে আপনারা ইলেকশনে যাবেন, এর আগে যদি আপনারা ইলেকশনের চিন্তা করেন, আওয়ামী লীগের সঙ্গে কম্প্রোমাইজ করেন তাহলে জনতার আদালতে আপনাদেরও বিচার হবে।
নাসীর বলেন, শপথ নিন, আওয়ামী লীগের বিচার এই বাংলার মাটিতে করব ইনশাআল্লাহ। আগামীতে আওয়ামী লীগের বিচার, ভারতীয় দোসরের বিচার, মুজিববাদকে বিতাড়ন করে তরুণ প্রজন্ম ইলেকশন প্রসেসে যাবে। আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচারের আগে বাংলাদেশে যারা ইলেকশনের কথা বলবে, আমরা মনে করি তারা আওয়ামী লীগের সঙ্গে সুর মেলাচ্ছে। তাদেরকে এসব কার্যক্রম থেকে সরে আসতে হবে।
সূত্রঃ সমকাল