Select Page

ফটিকছড়ি নানুপুরে রাস্তা মেরামত করলেন শিক্ষার্থীরা

ফটিকছড়ি নানুপুরে রাস্তা মেরামত করলেন শিক্ষার্থীরা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামে একটি রাস্তা মেরামত করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নানুপুর মধ্যমপাড়ার স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা স্বেচ্ছায় এ মেরামতের কাজ করেন।

জানাযায়, নানুপুর থেকে নিশ্চিন্তাপুর সড়কে একটি কালভার্টে গোড়ায় রাস্তার বেহালদশা হওয়ায় তারা মেরামত করে গাড়ি চলাচলের সু ব্যবস্হা করে দেয়।
বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, ২০ জনের বেশি ছেলে প্লাস্টিকের বস্তায় করে পাশেই অন্য জায়গা থেকে মাটি, বালু ও ইট এনে রাস্তা মেরামতের কাজ করছেন।

গত কয়েকদিনের আগে বৃষ্টির শুরুতে ওই এলাকায় রাস্তায় কয়েকটি বড় গর্ত তৈরি হয়। ওই গর্তে যানবাহন আটকে প্রায়ই দুর্ঘটনা ঘটত।

তাদের এই মহৎ উদ্যোগ সর্বত্রে প্রশংসনীয় হয়েছে।

About The Author