“ প্রেম বিরহে, কবিতা ও গানে “ শিরোনামে অনুষ্ঠিত হয়ে গেলো গান ও কবিতার মনোমুগ্ধকর আয়োজন।
“ প্রেম বিরহে, কবিতা ও গানে “ গতকাল শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে লিপিকা তাপসী, আমেনা মনি, অভ্র ভট্টাচার্য ও রহমান ইমনের যৌথ আয়োজনে এবং তাদেরই শ্রুতিমধুর কবিতা আবৃত্তি ও গানের ছন্দে দর্শকভরা মিলনায়তনটি এক আনন্দ ও উৎসবের আমেজে পরিপূর্ণ হয়ে উঠে।
সারাদিন অঝর ধারায় বৃষ্টি চলছে, চলাচলে নানা দূর্ভোগের পরও কবিতা ও গান প্রেমী দর্শক শ্রোতা ও বন্ধুরা ছুটে আসে এই চমৎকার আয়োজনটি দেখতে। সঠিক সময়েই ( সন্ধ্যা ৬.৩০মিনিটে) শুরু হয় “ প্রেম বিরহে, কবিতা ও গানে “ অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে অভ্র ভট্টাচার্যের দারাজ কন্ঠে ”প্রেম”, “মনে থাকবে”, “বিদায়” সহ অনেক কবিতা দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করে তুলে।
রহমান ইমনের ”ব্যার্থ প্রেম”, “বাঁশী”, “এক কোটি বছর তোমাকে দেখিনা” সহ আরও অনেক কবিতা এবং ”ভালো আছি ভালো থেকো” একক গান ও “মুগ্ধ চোখে সাঁতরানো”, “পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়” সহ কয়েকটি কোলাজ গান দর্শকদের বিমোহিত করে তুলে।
লিপিকা তাপসী- “আমার হাত বান্ধিবি পা বান্ধিবি”, “তোমার সঙ্গে দেখা না হলে” সহ জাদু করার মতো গান উপস্থাপন করেন এবং বিশেষ করে অনুষ্ঠানের শেষ গানটি “আমি তোমার নাম লইয়া কান্দি” সত্যি তার মনোমুগ্ধকর কন্ঠের জাঁদুতে কিছুক্ষনের জন্য হলেও সবাই এক অন্য জগতে চেলে গিয়েছিলো।
আমেনা মনি তার সুমধুর কন্ঠে ”প্রেম” “আমি চাই খুব বদনাম হোক” ”মুগ্ধ চোখে সাঁতরানো” (কোলাজ) সহ বেশ কিছু কবিতা আবৃত্তি করেন যা সত্যি সবার মন কেড়ে নেয়।
অনুষ্ঠানে নানা অঙ্গনের নানা ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিল্পী ও কবিদের ফুল দিয়ে অর্ভ্যথনা জানানো হয়। ছোট পরিসরে সুন্দর ও মনে গেঁথে যাওয়া র মতো গান ও কবিতা দর্শক ও শ্রোতারা বেশ উপভোগ করেন। আগামীতে আরো সুন্দর সুন্দর আয়োজন করার আশা প্রকাশ করেন শিল্পী, কবি ও আয়োজকরা।
–নিজস্ব সংবাদদাতা
Aninda, Sub-Editor