এবারের একুশে বইমেলায় প্রকাশিত হলো জনপ্রিয় ও প্রতিভাবান লেখক তওহিদ মাহমুদের থ্রিলারধর্মী বই “টোয়েন্টি সেকেন্ডস”।
বরাবরের মতোই দারুন উত্তেজনা ও আকর্ষনীয় থ্রিলার গল্প নিয়ে আসলেন লেখক তওহিদ মাহমুদ তার “টোয়েন্টি সেকেন্ডস” বইটির মাধ্যমে। বইটি পড়তে পড়তে পাঠক হারিয়ে যাবে বিজ্ঞান, মনস্তত্ব, দর্শন আর অপরাধের সমান্তরাল এক থ্রিলিং রাইডে।
কি আছে এই রোমাঞ্চকর বইটিতে? সংক্ষেপে জেনে নেই-
”১৭৯৯ সাল, এক কুয়াশচ্ছন্ন ভোর। গিলোটিনে আলাদা হয়ে যাওয়া শার্লোত কোর্দের মাথাটা চুল ধরে ঝুলিয়ে দুগালে সপাটে চড় কষালো লেগ্রো। সাথে সাথেই অপমানে দু গাল টকটকে লাল হয়ে গেল মেয়েটার। বিড়বিড় করে কাটা মাথাটা গালিও দিল যেন লেগ্রোকে। সেই মুহূর্তেই ফরাসি বিপ্লবের সাথে ইতিহাস স্বাক্ষী হয়ে রইল অবিশ্বাস্য এক ঘটনাটার।
দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন মস্তিষ্ক বিশ সেকেন্ড পর্যন্ত অনুভব করতে পারে সব কিছু; হয়তো মৃত্যুর অনুভূতিও। এমনকি তারপরের অভিজ্ঞতাও? পৃথিবীবিখ্যাত এক নিউরোসায়েন্টিস্ট হন্যে হয়ে খুঁজছেন সেই উত্তর।
রেট্রোগ্রেড অ্যামনেশিয়ায় স্মৃতি হারিয়ে ফেলা এক অর্গান ট্র্যাফিকার চতুর ক্যামোফ্লেজের আড়ালে চালাচ্ছে ভয়াবহ এক ক্রাইম র্যাকেট। আর তার পিছনে কলকাঠি নাড়ছে অবিশ্বাস্য প্রভাবশালী সংগঠন ‘দ্য অলিগোস’ এর ফিফথ মেম্বার ‘বাবু’।
ভয়ংকর এক নেক্রফাইল খুনির একেরপর এক শিকার হচ্ছে নারী, পুরুষ, শিশু। লাশগুলোর অনেককিছুই মিসিং।
প্রতিভাবান এক তরুণ সাংবাদিক আর প্রচন্ড একসেন্ট্রিক এক ডিবি ইন্সপেক্টর আলাদা আলাদাভবে বের করতে চাইছে এই সবগুলো ঘটনার মিসিং লিংক। ঘটনাচক্রে তাদের সাথে জড়িয়ে গেল ড একরামের একমাত্র মেয়ে বিএমডাব্লিউ, নিউরোসার্জন ড. জামিল, মাল্টিপল স্কেলেরোসিসের সাথে যুঝতে থাকা রুশা, অরফ্যানেজে বড় হওয়া মিরা আর দ্বৈতচরিত্রের সুদর্শন এক হেটারোক্রমিক যুবক পুলক।
বিজ্ঞান, মনস্তত্ব, দর্শন আর অপরাধের সমান্তরাল এক থ্রিলিং রাইড ‘টোয়েন্টি সেকেন্ডস’ আপনাকে দাঁড় করিয়ে দেবে সেই প্রশ্নের মুখোমুখি: মৃত্যু কী আর জীবনই বা কী?”
বইটি একুশে বই মেলায় চলন্তিকা প্রকাশনী
স্টল নং ৭ ও ৮ এ পাওয়া যাবে।
লেখক পরিচিতিঃ
————————
তওহিদ মাহমুদের জন্ম, বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। লেখালিখির শুরু স্কুল ম্যাগাজিনে ও লিটলম্যাগে। বিরতির পর আবার নিয়মিত অন্তর্জালের বিভিন্ন সাহিত্যগ্রুপ, ওয়েবিজিন এবং ব্লগে।
প্রিয় জনরা থ্রিলার, রম্য এবং সায়েন্স ফিকশন। সৈয়দ মুজতবা আলীর ভাবশীষ্য। প্রিয় লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়, আইজ্যাক আজিমভ, সিডনি শেলডন এবং ড্যান ব্রাউন। ছোটবেলা থেকেই বইপোকা। বড়বেলায় বাড়তি শখ আবৃত্তি।
২০২২-এ বেহুলাবাংলা প্রকাশন থেকে আটটি থ্রিলার ছোট গল্প নিয়ে প্রকাশিত ‘আদমখোরেরা এখানেও এসেছিল’ এর জন্য পাঠক জরিপে থ্রিলার শাখায় ‘চলন্তিকা সাহিত্য পুরস্কার’-এ ভুষিত হয়।
বুয়েট থেকে পুরকৌশলে স্নাতক শেষে আইবিএ থেকে এমবিএ করে এখন জীবিকা একটা আর্থিক প্রতিষ্ঠানে। রসায়নের শিক্ষিকা স্ত্রী আর টিনএজার দুই সন্তানকে নিয়ে বসবাস ঢাকার নিকেতনে।
প্রকাশিতব্যঃ
• টোয়েন্টি সেকেন্ডস (২০২৪ বইমেলা, থ্রিলার)
• শব্দে বোনা জীবন (২০২৪ বইমেলা, গল্প সংকলন)প্রকাশিতঃ
• সমান্তরাল চতুষ্কোণ (থ্রিলার উপন্যাস, ২০২৩)
• আমাদের গল্পগুলো (গল্প সংকলন, ২০২৩)
• গল্পকথার কল্পলোকে (কিশোর থ্রিলার সংকলন, ২০২৩)
• অপরাজিত নিরানব্বই-১ম ও ২য় খন্ড (অণুগল্প সংকলন, ২০১৯, ২০২৩)
• আদমখোরেরা এখানেও এসেছিল (থ্রিলার ছোটগল্প সংকলন, ২০২২)
• আনন্দ ভৈরব (গল্প সংকলন, ২০২২)
• রূপালী শব্দের জোছনারা (গল্প সংকলন, ২০১৯)
• মলাটবদ্ধ আবেগ (ছোটগল্প সংকলন, ২০১৯)
• পোস্টবক্স (সাহিত্য সংকলন, ২০১৮)
Aninda, Sub-Editor